Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বরগুনায় ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সভা

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২৪, ০৫:৩৬ পিএম


বরগুনায় ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সভা

বরগুনা জেলার পূর্বের ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বরগুনায় বিএনপি নেতাকর্মী, ইসলামী আন্দোলনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণিপেশা ও সমাজের সুশীল নেতৃবৃন্দদের নিয়ে বরগুনা জেলার সংসদীয় আসন বিন্যাস কমিটির বাস্তবায়নে এবং সোনালী অতীত সমাজকল্যাণ সংস্থা এসএসসি ১৯৮২ এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার হলরুমে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক নজরুল ইসলাম মোল্লা, সভাপতি মো. নুরুল ইসলাম ফরাজি, নজরুল ইসলাম ইদ্রিস ও কেন্দ্রীয় যুব দলেরসহ সম্পাদক সুপ্রিম কোর্টের অ্যাড. মুরাদের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, প্রধান অতিথি মো. নজরুল ইসলাম মোল্লা।

বিশেষ অতিথি অ্যাডভোকেট মো. ইদ্রিস তালুকদার, বিএনপি নেতা মো. এজেড এম সালে ফারুক, মো. নুরুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম আজাদ, ইসলামি আন্দোলনের নেতাকর্মী ও সুশীল নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

সংসদীয় আসন পুনর্বহাল মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশাজীবী মানুষ।

ইএইচ

Link copied!