Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

নেত্রকোণার বিজয়পুর সীমান্তে বিজিবি’র কাছে বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২৪, ০৮:১৫ পিএম


নেত্রকোণার বিজয়পুর সীমান্তে বিজিবি’র কাছে বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ

ভারতের অভ্যন্তরে মৃত্যুবরণ করা বাংলাদেশের রিজাউল করিমের মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার বেলা ১টার দিকে ৩১ বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) আওতাধীন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া বিওপির দীগলবাঘ সীমান্ত দিয়ে ৭জন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এ সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের  দমদমা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬ জন পালাতে সক্ষম  হলেও ১জন কালভার্টের পানিতে পড়ে তলিয়ে যায়। 

বিএসএফ সদস্যরা তৎক্ষণাৎ তাকে  কালভার্টের নীচ থেকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেল্থ কেয়ার সেন্টারে ভর্তি করে এবং সেখানে গত ২৪ অক্টোবরেই সে মৃত্যুবরণ করে। ভারতে মৃত ব্যক্তির  ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বি এস এফ এর দাবি, পালাতে গিয়ে উক্ত ব্যক্তি কালভার্ট হতে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় পানিতে 
পড়ে মারা গেছেন।

পরবর্তীতে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়। তিনি শেরপুর জেলার সদর উপজেলার আলিনা পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. রিজাউল করিম।

এ ব্যাপারে বিজিবি ভারতীয় বি এস এফ এর সাথে যোগাযোগ করলে বি এস এফ আজ ২৬ অক্টোবর বেলা ১টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বিজয়পুর বাগমারা সীমান্ত এলাকায় পুলিশ ও মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি বিজিবি’র কাছে হস্তান্তর করে।

বিজিবি’র কমান্ডার জানান, মরদেহটি বাংলাদেশে পুনরায় ময়না তদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরএস
 

Link copied!