Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বন্যায় ক্ষতিগ্রস্ত চাটখিল-খিলপাড়া সড়ক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৪, ০৪:৪৪ পিএম


বন্যায় ক্ষতিগ্রস্ত চাটখিল-খিলপাড়া সড়ক

নোয়াখালীর চাটখিল-খিলপাড়া মুক্তিযোদ্ধা আশ্রাফ বেগ সড়ক সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দীর্ঘ ৭ কিলোমিটার সড়কের চাটখিল দক্ষিণ বাজার থেকে খিলপাড়া বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার সড়কে বন্যার পানি উঠে ছোট-বড় গর্তসহ রাস্তার অনেক অংশ ভেঙে গেছে। এতে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাফেরায় প্রতিবন্ধকতাসহ রাস্তায় যান চলাচলের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনার মতো ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির অনেক স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, রাস্তার দুপাশের মাটি সরে রাস্তার পাশের গাছ ভেঙে পড়ে রাস্তায় গাড়ি চলাচলের ঝুঁকি সৃষ্টি হয়েছে।

এমনিতেই  সড়ক ও জনপদ বিভাগের অধীনে এ রাস্তাটি দীর্ঘদিন পূর্ণাঙ্গভাবে মেরামত না করার কারণে  যানবাহন চলাচলের উপযোগী না হলেও মানুষ প্রয়োজনের তাগিদে ঝুঁকি ও ভোগান্তির মধ্যদিয়ে চলাচল করতে হয়। তার উপরে বন্যার কারণে বর্তমানে রাস্তাটি ভয়ংকর আকার ধারণ করেছে, প্রতিদিন এই সড়কে প্রায় ৬-৭ হাজার লোক চলাচল করে। চলাচলের মাধ্যম হিসেবে সিএনজি, অটোরিকশা, হোন্ডা দিয়ে চলাচল করতে হয়। ছোট-বড় দুর্ঘটনা সড়কটির নিত্য সঙ্গী। রাস্তাটি ঝুঁকিপূর্ণ বিধায় সিএনজি, অটো রিকশা চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে। ফলে মানুষের ভোগান্তির পাশাপাশি হয়রানিও বাড়ছে।

সিএনজি অটোরিকশা চালকদের দাবি, সড়কটির বেহাল অবস্থার কারণে গাড়ির যন্ত্রাংশ প্রতিদিনই নষ্ট হচ্ছে। দিনে যা ভাড়া আয় হয়, রাতে তা দিয়ে গাড়ি মেরামত করার পর তাদের সংসার চালাতেও অসম্ভব হয়ে পড়ে। অনেক মালিক লোকসানের ভারে গাড়ি চালানো বন্ধ রেখেছেন বলে চালকেরা দাবি করেন।

এ বিষয়ে সড়ক ও জনপদ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ওগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে।

ইএইচ

Link copied!