Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৪, ০৫:১০ পিএম


যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের উদ্যোগে পৃথক পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা জেলা যুবদলের ১নং সহ-সভাপতি ও নেত্রকোণা পৌরসভায় বিএনপির ধানের শীষের মনোনীত সাবেক মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন খান রনি’র উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় চকপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু।

বক্তব্য দেন- আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, ড্যাব নেতা ডা. মাজহারুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

অপরদিকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের উদ্যোগে নেত্রকোণা সরকারি কলেজ ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য এস এম মুসা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মীর্জা আজিজুর রহমান হাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়বেটিস পরীক্ষা, রক্তদান ও রোগীদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!