Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙ্গাবালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৪, ০৫:১৫ পিএম


রাঙ্গাবালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর রাঙ্গাবালীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

অতীতে বর্ণাঢ্য সব আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের রীতি থাকলেও এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দলটির নেতৃবৃন্দ।

ব্যানার, ফেস্টুন, মিছিল আর কেক কাটা বাদ দিয়ে অসহায় মানুষকে এবার চিকিৎসা দিতে করেছে মেডিকেল ক্যাম্প।

রোববার সকালে উপজেলার প্রধান সড়কের পাশে বন গবেষণা কেন্দ্রে এ আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করার এ আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ, শিশু খাদ্য ও পানি বিতরণ করা হয়েছে। এতে প্রায় পাঁচ শতাধিকেরও বেশি মানুষকে সেবা প্রদান করা সম্ভব হবে। 
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মু. নিয়াজ আকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিদুল ইসলাম সেলিম মুন্সি, যুগ্ম সম্পাদক খোকা মৃধা, আনোয়ার হাওলাদার, আব্বাস হাওলাদার সহ উপজেলা সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!