Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বরগুনায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৪, ০৫:৪৪ পিএম


বরগুনায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবদলের আয়োজনে রোববার সকাল ১০টায় শহরের জেলা বিএনপি কার্যালয়ে সামনে চিকিৎসাসেবা শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে, সকাল ৮টায় অনুষ্ঠানস্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল।

এছাড়াও উপস্থি ছিলেন- বরগুনা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম শিমুল, যুবদলের সদস্য সচিব পারভেজ রেজাল্ট লিংকন, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াসিদুজ্জামান ওয়াসিম ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইশতিয়াক জলিল সোহাগ প্রমুখ।

ইএইচ

Link copied!