নকলা (শেরপুর) প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৪, ০৫:৫০ পিএম
নকলা (শেরপুর) প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৪, ০৫:৫০ পিএম
শেরপুরের নকলায় কেরাত, হামদ-নাত, বাংলা ও আরবি বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার উরফা ইউনিয়নের আওতাধীন লয়খা খিচা রাণীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে সকাল থেকে দিনব্যাপী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মাদরাসাটির সভাপতি মুফতি সারোয়ার আলম কাসেমীর সভাপতিত্বে এতে সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক মাওলানা খাদিমুল ইসলাম।
এতে অতিথি হিসেবে শেরপুর জেলার ইন্দিলপুর মাদরাসার মুহতামিম মুফতি শিহাব উদ্দিন, মাসতুরা আশরাফীয়া কওমি মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আ. জলিল, ইউনিয়ন চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো, নকলা দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ তারা আলম, ইউনিয়ন তাবলীগ জামাতের আমির শরিফুল ইসলাম, মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল হুদা রহিমী বক্তব্য দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার ওয়ালিউল্লাহ, নকলা ধানহাটি জামে মসজিদের ইমাম মাওলানা শামছুল হুদা জিহাদী, অত্র মাদরাসার শিক্ষক আজিজুল হক, মুফতি আব্বাস আলী, হাফেজ আনোয়ার, মাওলানা কেফায়েতুল্লা, মাওলানা জুনায়েদ আহমদসহ শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সাংবাদিক মাহদি, হাসান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ইএইচ