Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইন্দুরকানীতে বিস্ফোরণ মামলায় মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৪, ০৫:৫৫ পিএম


ইন্দুরকানীতে বিস্ফোরণ মামলায় মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের মামলায় মো. শাহ-আলম নামের এক মাদরাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।

শনিবার রাতে উপজেলার পাড়েরহাট উমেদপুরের তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. শাহ-আলম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী এফ করিম আলিম মাদরাসার অধ্যক্ষ এবং তার বিরুদ্ধে অনেক দুর্নীতিরও অভিযোগ রয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, গত ২ সেপ্টেম্বর বিকালে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা মো. শাহ-আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!