Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৪, ০৭:০৬ পিএম


জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জামালপুর জেলা শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

রোববার সকাল সাড়ে ১০টায় জামালপুর জেলা যুবদলের আয়োজনে শহরের স্টেশন রোড়ে দলীয় কার্যালয়ের সামনে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক মো. সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আতিকুল রহমান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

আরও বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুবদলের সাবেক নেতা খন্দকার আহসুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লুকমান আহমেদ লোটন, যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম রফিক,  মিজানুর রহমান মিজান,  জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলম হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক জেলা যুবদলের সাবেক সহ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জামান লিটন,  সাবেক সহ সভাপতি আরিফ আহমেদ শুভ, যুবদল নেতা সোলায়মান হোসেন সোলে, খন্দকার মামুনুর রশিদ বাবু,  সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, যুবদল নেতা  হারুনুর রশিদ কালু, জাহাঙ্গীর আলম, সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন, কোষাধ্যক্ষ আশরাফ হোসনে, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মুশফিকুর রহমান লুলু, ঢাকা মহানগর উত্তর ৬নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মো. মনির হোসেন স্বপনসহ জেলা যুবদলের প্রায় এক হাজার নেতা কর্মীরা।

মেডিক্যাল ক্যাম্প শেষে জেলা যুবদলের অর্ধ শতাধিক নেতাকর্মীরা রক্ত দান করেন।

ইএইচ

Link copied!