সিলেট ব্যুরো
অক্টোবর ২৭, ২০২৪, ০৭:৩৭ পিএম
সিলেট ব্যুরো
অক্টোবর ২৭, ২০২৪, ০৭:৩৭ পিএম
বর্ডার বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ১৯ এর পৃথক অভিযানে শনি ও রোববার সিলেটের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে করা হয়েছে।
এ সময় চোরাচালান কাজ ব্যবহার করা একটি সিএনজি চালিত অটোরিকশার জব্দ করা হয়।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি (পিএসসি) রবিবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার চাংগিল নামক স্থানে অভিযান পরিচালনা করে সিএনজির পিছনের বক্স থেকে ৪৭ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি সিলেটের শাহপরাণ এলাকার আনোয়োর হোসেনের ছেলে মো. জয়দুল হোসেন। জব্দ মালামালে আনুমানিক মূল্য ৪ লাখ ৭০ হাজার ৫০০ টাকা।
এর আগে, শনিবার রাত ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার ইটাখাল নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৫ লিটার মদসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সরুখেল গ্রামের মৃত নুরুল হাতের ছেলে মো. শহর উল্লাহ। জব্দ মালামালে আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।
ইএইচ