আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৪, ০৭:৪১ পিএম
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৪, ০৭:৪১ পিএম
আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১২টার দিকে ভারতের কলকাতার কল্যাণী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে নিহত হন।
তিনি আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তী`র ছোট ছেলে।
নিহত অসীম বরণ চক্রবর্তী (শ্যালক) অনাল ব্যানার্জী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে (শ্যালক) উত্তমের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটর সাইকেল পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি কলকাতার কল্যাণী শহরে বসবাস করতেন। আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং গাজী টিভি ও মানবকণ্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
এছাড়া সাতক্ষীরা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
ইএইচ