ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৪, ০৮:১০ পিএম
ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৪, ০৮:১০ পিএম
ফরিদপুরে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়রসহ ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন করা হয়েছে।
রোববার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নুরুজ্জামান খসরু বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে ফরিদপুর দ্রুত বিচার আদালতে মামলার আবেদন করেন। আদালত মামলাটি তদন্তের জন্য আলফাডাঙ্গা থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপনসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৮ নেতাকর্মী। এছাড়া আরও ১০০০-১৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী মো. হাসান আলী জানান, বাদী পক্ষের অভিযোগটি শুনানি শেষে, অভিযোগটি আমলে নেন বিজ্ঞ আদালত। পরে মামলার তদন্তের জন্য আলফাডাঙ্গা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। তাই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানান তিনি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, এবিষয়ে থানায় এখনো কোন নির্দেশনা আসেনি। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ইএইচ