Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৪, ০৮:৪৮ পিএম


খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিসবটি উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দুপুরে বেলুন উড়য়ে শোভাযাত্রার উদ্বোধন ও শোভাযাত্রায় নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।

শোভাযাত্রা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রোববার জেলা যুবদলের আয়োজনে দুপুরের দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরের মুক্ত মঞ্চে বিশাল যুব সমাবেশ ও বর্ষপূর্তির কেক কাটেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণকালে বিশাল যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী প্রমুখ।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা বিএনপি নেতা  অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার, আমির খান ঝিনুক, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।

ইএইচ

Link copied!