Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

হাটহাজারীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৪, ০৯:০০ পিএম


হাটহাজারীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীতে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে উপজেলার চৌধুরীহাট এলাকায় র‍্যালির পূর্বমুহূর্তে ওয়ার্ড যুবদলের আহ্বায়ক গাজী আলমগীর টিটুর সভাপতিত্বে ও উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ জাবেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দীন চেয়ারম্যান।

সভায় প্রধান বক্তা ছিলেন- দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি‍‍`র আহ্বায়ক গাজী ইউছুপ।

এতে বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শাহজাহান মঞ্জু, নুরুল হক পুতু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল মনছুর, উত্তর জেলা যুবদল নেতা আবদুল কাদের, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল, ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মুমিনুল হক সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দীন বাবলু, যুগ্ম আহ্বায়ক মিরাজ উদ্দীন সাগর, যুগ্ম আহ্বায়ক মো. শামীম, পারভেজ মোবারক, মো. আরাফাত, মো. হারুন, গিয়াস উদ্দীন, নঈম উদ্দীন, আনোয়ার, জামাল, মামুন, বাবর, আনোয়ার হোসেন, সালাউদ্দিন, রুবেল, ফারুক, ফরহাদ, আজাদ, আমজাদ, ইউনুচ, নেজামসহ আরো অনেকেই।

পরে সভাস্থল থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ফতেয়াবাদ এলাকা প্রদক্ষিণ করে ফের সভাস্থলে এসে শেষ হয়।

ইএইচ

Link copied!