Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দেলদুয়ারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি স্বাস্থ্য সেবা

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৪, ০৯:০৩ পিএম


দেলদুয়ারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি স্বাস্থ্য সেবা

টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা যুবদল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। বেলা সাড়ে ১১ টায় বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবলু চৌধুরীর পরিচালনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি মো. আজাদ মিয়া, মো. আনিছুর রহমান খান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে ডা. আনিছ খান, আই কেয়ারের পক্ষ থেকে ২ শতাধীক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা প্রদান করেন। একই সাথে শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ব্যবস্থাপত্র ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

ইএইচ

Link copied!