Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁদপুরে তেলবাহী জাহাজে আগুন, আহত ৬

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ১০:২৩ এএম


চাঁদপুরে তেলবাহী জাহাজে আগুন, আহত ৬

চাঁদপুর শহরে কয়লাঘাটে ডাকাতিয়া নদীতে এমভি সাদিয়া অনিক নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার বিকাল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চাঁদপুরের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ারসার্ভিস ও কোস্ট গার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পদ্মা অয়েলের চাঁদপুর ডিপোর ম্যানেজার মো. লোকমান বলেন, তেলবাহী ওই জাহাজ চট্টগ্রাম থেকে এসেছিল অকটেন জ্বালানি তেল নিয়ে। যা চাঁদপুর ডাকাতিয়া নদীর পদ্মা তেলের ডিপো-সংলগ্ন এলাকায় নোঙর করে। জাহাজটিতে জাহাজটিতে ২ লাখ ৬৩ হাজার লিটার পেট্রোল ও ৫ লাখ ১৫ হাজার লিটার জিজেল জ্বালানি তেল ছিল। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে খালাস করার সময় হঠাৎ জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

তিনি আরও বলেন, পদ্মা অয়েলের ওই জাহাজে মোট ৯ জন কর্মী ছিলেন। বিকালের দিকে ইঞ্জিনের পাশে থাকা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন জাহাজ থেকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জাহাজের পেছনের অংশ বিস্ফোরিত হয়। চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁদের স্থানীয় প্রশাসন ও পুলিশ সহায়তা করে।

এদিকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. আকলিমা জাহান বলেন, ঢাকা যাকে রেফার করা হয়েছে তার নাম হচ্ছে মো. গোলাপ মিয়া (৫০)। তার শরীরের প্রায় ৫০ ভাগ আগুনে পুড়ে গেছে। তবে মো. রুবেল (৩৫), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু (৫৫) নামে আরও ৫ জন দগ্ধ হয়েছে। তাদের শরীরের ৩০ ভাগ আগুনে পুড়লেও তাদেরকে এই হাসপতালেই রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইএইচ

Link copied!