Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলা: ট্রলার জব্দ, আটক ১

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ১০:৩০ এএম


ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলা: ট্রলার জব্দ, আটক ১

মা ইলিশ রক্ষায় ভোলার বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অভিযানে চলাকালীন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ ৩ পুলিশ সদস্যের উপর হামলা চালিয়েছে জেলেরা।

রোববার বিকালে তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করার সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় এএসআই হেলালের কাধ বৈঠার আঘাতপ্রাপ্ত ও একজন পুলিশ কনস্টেবলের আঙুল ফেটে যায়।

এ সময় দুটি নৌকা জব্দ ও শাকিল নামক ১ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় ২৫ জন হামলাকারী জেলে পালিয়ে যায়, পালিয়ে যাওয়া হামলাকারী জেলেরা উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া বেড়ীর মাথা মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাট এলাকার জেলে।

এ বিষয় বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান-তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের অভিযোগের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা অবস্থায় ২টি নৌকায় প্রায় ২০-২৫ জন ব্যক্তিকে ইলিশ ধরতে দেখা যায়। এদেরকে ধরতে সঙ্গীয় ৩ জন পুলিশ সদস্য ও নিরস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলে দুটি দুর্বৃত্ত দলকে তাড়া করার সময় সঙ্গীয় পুলিশ সদস্যসহ আমাদের উপর আক্রমণ করে। আক্রমণে এএসআই হেলালের কাধ বৈঠার আঘাতপ্রাপ্ত হয় ও একজন কনস্টেবল এর আঙুল ফেটে যায়। এতো পরিস্থিতিতে কম জনবল হওয়া সত্ত্বেও সাহসিকতার সহিত দুর্বৃত্তদের তাড়া করে ২টা নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো হয় এবং বেশিরভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়। জনস্বার্থে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!