Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কটিয়াদীতে হত্যার পর বাড়িঘরে হামলা: পাল্টাপাল্টি মামলা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ১১:৪৪ এএম


কটিয়াদীতে হত্যার পর বাড়িঘরে হামলা: পাল্টাপাল্টি মামলা

কিশোরগঞ্জের কটিয়াদীতে এমকে বাশার রতন (৪২) হত্যার ঘটনায় উত্তেজনা বাড়ছে।

গত ১৩ সেপ্টেম্বর কটিয়াদীর জালালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে রতন গুরুতর আহত হন। পরে ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রতন স্থানীয় মৃত মতিউর রহমানের ছেলে।

তার মৃত্যুর পর, নিহতের স্ত্রী রুমা আক্তার কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে সবুজ নামের একজনকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়। এই মামলাটি তদন্ত শুরু করে পুলিশ।

তবে, হত্যাকাণ্ডের পরদিন থেকে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

নিহতের পরিবার অভিযোগ করে, মামলায় উল্লিখিত ৮ আসামির বাড়িতে হামলা চালানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ৭-৮টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং মূল্যবান আসবাবপত্র লুট করা হয়। অভিযোগ রয়েছে, রতনের স্বজনরা প্রতিপক্ষের বাড়িতে এ হামলা চালিয়েছে।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। হামলার পর, আসামিপক্ষের লোকজন বাড়ি থেকে বের হতে পারছে না। একই সঙ্গে, অভিযোগ করা হচ্ছে যে, হামলাকারীরা আসামির পরিবারের ফসলি জমি থেকেও ফসল কেটে নিয়েছে।

রতনের বড় ভাই ছিদ্দিকুর রহমান দাবি করেন, আমরা হামলার সঙ্গে জড়িত নই। তৃতীয় পক্ষ এই ভাঙচুর ও লুটপাটের ঘটনার সঙ্গে যুক্ত। আমাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

এদিকে, রতনের পরিবার আদালতে পাল্টা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!