Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধামইরহাটে যুবদলের উদ্যোগে খাদ্য বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৩:২৩ পিএম


ধামইরহাটে যুবদলের উদ্যোগে খাদ্য বিতরণ

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অসহায় ও দুস্থদের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এসব খাদ্য বিতরণ করা হয়।

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।

বিএনপি কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক সাবেক এমপি মো. শামসুজ্জোহা খানের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় শত শত নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাবেশে পরিণত হয়।

এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক মো. আলতাফ হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন- বিএনপি নেতা শহিদুর রহমান সরকার, বিএনপি নেতা এমএ ওয়াদুদ, সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান ওয়াজেদ আলী কবির, বিএনপি নেতা আলহাজ্ব মো. হানজালা, বিএনপি নেতা শামীম কবির মিল্টন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, বিএনপি নেত্রী শাহিনা ইয়াসমিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. রুহুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মনসুর আলী, আব্দুল কুদ্দুস, শাহীন, রাজু, ছাত্রনেতা রুমন প্রমুখ।

পরে দলীয় কার্যালয়ে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!