Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

জেলেদের সঙ্গে সংঘর্ষে পুলিশের দুই এএসআই নদীতে নিখোঁজ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৩:২৮ পিএম


জেলেদের সঙ্গে সংঘর্ষে পুলিশের দুই এএসআই নদীতে নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে পুলিশের দুই এএসআই নিখোঁজ হয়েছেন।

রোববার গভীর রাতে শিলাইদহ ইউনিয়নের শিলাইদহের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো পর্যন্ত নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধার করতে পারেননি।

নিখোঁজ রয়েছেন কুমারখালী থানার এএসআই মুকুল ও এএসআই সদরুল।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ফিরোজ হোসেন জানান, পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে দুই পুলিশ সদস্য নিখোঁজের বিষয়ে কুমারখালী থানার ওসি ম্যাসেজ দেন। ম্যাসেজের ভিত্তিতে শিলাইদহের পদ্মা নদীতে তারা নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানান।

স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে কুমারখালী থানা পুলিশ পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে জেলেদের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে জেলেরা পুলিশের নৌকা ডুবিয়ে দেয়। এ সময় নৌকায় থাকা অন্যান্য পুলিশ সদস্যরা সাঁতারে পাড়ে উঠলেও পুলিশের দুই এএসআই নিখোঁজ রয়েছেন।

কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গতকাল বিকেল ৫টা পর্যন্ত ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন। রাতে তাদের কোন অভিযান ছিলোনা বলে জানান।

কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, চরসাদিপুর ইউনিয়নে ওয়ারেন্টের আসামি আটকের জন্য রোববার গভীর রাতে থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। চরসাদিপুর যাবার পথে পদ্মা নদী পার হবার সময় পুলিশের নৌকার সাথে অপরিচিত একটি নৌকার সংঘর্ষ হয়। এ সময় পুলিশের নৌকা তলিয়ে গেলে ৪ পুলিশ সদস্য সাঁতরে পারে উঠলেও দুজন এএসআইয়ের কোন সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!