Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সচেতনতা সেমিনার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৩:৪২ পিএম


কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সচেতনতা সেমিনার

গাজীপুরের কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. আবু বকর সিদ্দীকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা রবিউল্লাহ খান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোজাম্মেল হক।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু শামা, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম, জামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন।

এ সময় সাংবাদিক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন- কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সামসুল হক জুয়েল, মুভি বাংলা টিভির কালীগঞ্জ প্রতিনিধি পনির খন্দকার, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি কাজী মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আশরাফুল হক শিশির, নির্বাহী সদস্য ও দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি রিয়াদ হোসেন।

ইএইচ

Link copied!