Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৩:৪৭ পিএম


মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলার মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সোমবার রাত ১২টায় উপজেলার ফকিরহাট বাজারে অবস্থিত মাদক ব্যবসায়ী মিজানের দোকানে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আটকৃত মাদক ব্যবসায়ী মিজান (৪০) মনপুরার হাজীর হাট ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত রফিজলের ছেলে।

মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ও ইয়াবা ব্যবসায়ী মিজান দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত রয়েছে। তার সত্যতা যাচাই করে তল্লাশি চালিয়ে তাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আমরা তাকে কোর্টে চালান করে রিমান্ডের আবেদন করেছি। আদালত রিমান্ড মঞ্জুর করলে মাদক ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত সিন্ডিকেট খুঁজে বের করা হবে।

ইএইচ

Link copied!