Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নাচোলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৪:০১ পিএম


নাচোলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে মতবিনিময়কালে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, কৃষি অফিসার সালেহ্ আকরাম, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি, বিএমডিএর কর্মকর্তা রেজাউল করিম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ফতেপুর ইউপি চেয়ারম্যান চার ইসমাইল হক অপুসহ বিভিন্ন মাদরাসা, স্কুল, কলেজের প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং শেষে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

পরে পরিষদ চত্বরে কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ এবং বীরশ্রেষ্ঠ চত্বরের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুস সামাদ।

ইএইচ

Link copied!