Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় পৌর জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৪:১২ পিএম


নেত্রকোণায় পৌর জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার আওয়ামী লীগের তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ২টায় স্থানীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা পৌর শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

নেত্রকোণা পৌর শাখার আমির মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, প্রচার ও মিডিয়া জহিরুল ইসলাম, নেত্রকোণা জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক, নেত্রকোণা পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবুল হোসেন ও নেত্রকোণা পৌরসভার ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব মাওলানা কাজী শফিউল আলম চৌধুরী জুয়েল প্রমুখ।

পরে পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ইএইচ

Link copied!