Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যশোরে রিভলভার ও ৭ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী আটক

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৪:২৩ পিএম


যশোরে রিভলভার ও ৭ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী আটক

যশোরে র‍্যাবের অভিযানে জসিম সরদার নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার, তার কাছ থেকে একটি রিভলভার ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

রোববার গভীর রাতে যশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জসিম অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফ্লাইট লে. মো. রাসেল বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার জসিম সরদার এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার সিরাজকাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি রিভলভার ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!