Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৪:২৯ পিএম


দীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২৪ ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরের সামন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

এতে অংশ নেয় দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ, দীঘিনালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সরকার,  বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা,  কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান একেএম বদিউজ্জামাল জীবন, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামনা ত্রিপুরা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা,  সাবেক উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. কাশেম ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্সে সামনে এসে শেষ করে।   পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় করা এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।

ইএইচ

Link copied!