Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৪:৩৮ পিএম


নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

রাঙামাটির নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় জোনের আওতাধীন সাপমারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নানিয়ারচর উপজেলার নারী, পুরুষ, শিশু কিশোর ও বৃদ্ধ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য কর্মসূচিতে যোগদান করেন।

এ সময় জোন অধিনায়ক লে. কর্নেল  তামজিদুর রহমান চৌধুরী পিএসসি উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকার অসহায় এবং হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে, তাই নানিয়ারচরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করে আসছে।

ইএইচ

Link copied!