Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ত্রিশালে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৫:৫০ পিএম


ত্রিশালে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০০৬ সালের ২৮ অক্টোবর বর্বরোচিত হামলার ঘটনার বিচারের দাবি ও শহীদদের স্মরণে ময়মনসিংহের ত্রিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর ) বিকেলে ত্রিশাল আব্বাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে  বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল পৌর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার আমীর মাওলানা আ.ন.ম আব্দুল্লাহীল বাকী নোমান।

পৌর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর এইচ আর ডি সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম,জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামারুজ্জামান শাকিল, সাবেক পৌর আমীর এনামুল হক, সাবেক পৌর আমির আমিরুল ইসলাম, বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেন,ত্রিশাল থানা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী একাডেমি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, নজরুল ইসলাম বাবুল, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদ কবীর, থানা ছাত্র শিবিরের সেক্রেটারি ইব্রাহিম খলিল, পৌর ছাত্রশিবিরের সভাপতি শাওন প্রমুখ।

আরএস

Link copied!