Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ডিবি হারুনের ক্যাশিয়ার মোকাররম গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৬:৩৬ পিএম


ডিবি হারুনের ক্যাশিয়ার মোকাররম গ্রেফতার

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুনের ক্যাশিয়ার মোকাররম (৪৮) কে ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে গভীর রাতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী গ্রেফতার করেছে। 

গ্রেফতার মোকাররম কিশোরগঞ্জের নিকলী থানার দামপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। মোকাররম নিকলী থানার সাবেক চেয়ারম্যান ছিলেন। 

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন যৌথবাহিনীর অভিযানে মোকাররমকে  চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 

তাকে গভীর রাতে থানায় সোপর্দ করা হয়। 

উল্লেখ্য, চলতি মাসের ২ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজি ও মারধরের ঘটনায় সাবেক ডিবির প্রধান হারুনর রশীদ ও হারুনের ক্যাশিয়ার মোকাররম সহ ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 

আরএস

Link copied!