টাঙ্গাইল প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৪, ০৬:৪৭ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৪, ০৬:৪৭ পিএম
টাঙ্গাইলে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে তিনটি দোকানে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও খুচরা ও পাইকারি ব্যবসায়ীদেরকে বার্তা দেওয়া হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ,পণ্যের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয় থেকে গঠিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়।সোমবার (২৮অক্টোবর) সকালে সদর উপজেলার করটিয়া বাজারের পাইকারি ও খুচরা দোকানে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদুল হাসান।
অভিযানে কয়েকটি দোকানের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং পণ্য বিক্রির মূল্যে তালিকা টানানো না থাকার অপরাধে তিনটি দোকানে সাড়ে ৩হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি দোকানের মালিকদের সতর্ক করা হয়।
অভিযানে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক ও বিশেষ টাস্ক ফোর্সের সদস্য সচিব শিকদার শাহীনুর আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্ক ফোর্সের সদস্য আবু জুবায়ের উজ্জলসহ ছাত্র প্রতিনিধি, কৃষি বিপণন ও মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএস