Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পিরোজপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযানে অবৈধ জাল উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৭:৪৭ পিএম


পিরোজপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযানে অবৈধ জাল উদ্ধার

পিরোজপুর কচা নদীতে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে অভিযানে অবৈধ জাল উদ্ধার করা হয়। 

সোমবার   (২৮ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর, মামুনুর রশীদ, এ সময় আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ,পিরোজপুর সদর থানা এস আই মো. জেন্নাত আলী, সহকারী মৎস্য কর্মকর্তা ইলিশ প্রজেক্ট  মো: এনামুল, ফিল্ড অফিসার  মো. নজরুল ইসলামসহ প্রমূখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর, মামুনুর রশীদ,বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন আরও কঠোর অবস্থান গ্রহণ করবে। যদি কোনো অসাধু মৎস্যজীবী নিষেধাজ্ঞা সময়ে মাছ ধরতে নামে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

আরএস
 

Link copied!