Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে কনস্টেবল নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০৮:০৬ পিএম


কুড়িগ্রামে কনস্টেবল নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পুলিশে চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলায় মাঠ পর্যায়ে পরীক্ষা আগামী ২৯ হতে ৩১ অক্টোবর ২০২৪  সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সৎ, মেধাবীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেয়া লক্ষে নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যদের পুলিশ হেডকোয়ার্টার্স এর বিভিন্ন নির্দেশনা প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মাহফুজুর রহমান।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন ও সহকারী পুলিশ সুপার রাকিবুল ইসলাম।

এছাড়াও জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোহাম্মদ মহিবুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান ও নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ।

সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুধু যোগ্য, শারীরিকভাবে উত্তম ও মেধাবীদের দেশসেবার ব্রতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিশ্চিত করতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

আরএস

Link copied!