ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৪, ০৮:১৯ পিএম
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৪, ০৮:১৯ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এফআইআর ভুক্ত আসামি বাবুল মিয়া (৫২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকের পর তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার ২৮ অক্টোবর বেলা সাড়ে ১২ টায় পৌর শহরের হাজী আসমত কলেজের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা ও শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোছামারা এলাকার জহুরুল হক মিয়ার ছেলে।
আজ সোমবার র্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম বিকেল ৪ টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার ও বিএনপির অফিস ভাংচুরের অভিযোগে
সাবেক চেয়ারম্যান বাবুল মিয়াকে আসামি করে কমলপুর এলাকার আলম সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব।
আরএস