Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে মোবাইল কোর্টে চারজনকে জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ১২:০০ এএম


মধুপুরে মোবাইল কোর্টে চারজনকে জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপড়ি হাট ও মধুপুর বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার বিকালে বাজার মনিটরিং করার সময় মাত্রাতিরিক্ত মূল্যে কাঁচামরিচ বিক্রি করার দায়ে ৪টি মামলায় ৪ জন দোকানিকে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অন্য দোকানিদের সতর্ক ও সচেতন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

মোবাইল কোর্ট পরিচালনায় তাকে সহযোগিতা করেন মধুপুর থানার এসআই রিয়াদসহ পুলিশের একটি দল।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

ইএইচ

Link copied!