Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

সুনামগঞ্জে বাসায় ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ১২:৪৫ পিএম


সুনামগঞ্জে বাসায় ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ শহরের হাছননগরের এলাকার একটি বাসায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালে পৌর শহরের পুলিশ সুপারের বাংলোর পাশের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- নিহত ফরিদা বেগম (৪৫) ও ছেলে মিনহাজ (২০)। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বসিয়াকাউরি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের এসপি বাংলো এলাকা একটি বাসায় ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুমেই ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসায় কাজের মহিলা এসে ঘর খোলা ও তাদের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে। বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক। নিহতদের মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!