Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছ গ্রেপ্তার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ২৯, ২০২৪, ১২:৫০ পিএম


গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছ গ্রেপ্তার

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, হারিছের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।

পুলিশ তাকে দীর্ঘদিন যাবত খুঁজছিলো। মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরায় আত্মগোপনে থাকা হারিছকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতকে বরিশালে নিয়ে আসা হয়েছে। আজই তাকে আদালতে হাজির করা হবে।

ইএইচ

Link copied!