Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ০১:৪৪ পিএম


নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল ও বোমা বিস্ফোরক হামলার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পালকে সোমবার রাতে নাসিরনগর উপজেলার ফাউন্দাক ইউনিয়নের তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে ডিবি পুলিশ ও নাসিরনগর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ফান্দাউক ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির নামে ভাঙচুর অগ্নিসংযোগ, ককটেল ও বোমা বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!