Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিছিলে যাওয়ার পথে দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ০৩:০৩ পিএম


মিছিলে যাওয়ার পথে দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিলে যাওয়ার পথে বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল চালক মাওলানা বেলাল হোসাইন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

নিহত বেলাল উপজেলার কান্ডপাশা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। সে (বেলাল) বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলার নলচিড়া ইউনিয়ন শাখার অর্থসম্পাদক ছিলেন।

সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নলচিড়া-পিঙ্গলাকাঠী সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয় বেলাল। একইদিন সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইএইচ

Link copied!