Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পূবাইলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ০৪:৫৭ পিএম


পূবাইলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

গাজীপুর মহানগরীর পূবাইল থেকে মো. মোক্তার হোসেন (৪০) নামে মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) রাতে পূবাইল থানাধীন হাড়িবাড়ীরটেক এলাকা এসআই নাসির উদ্দিন  সঙ্গীয় ফোর্সসহ  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম আমার সংবাদকে জানান, গ্রেফতার মোক্তার হোসেনের বিরুদ্ধে পূবাইল থানার মামলা নং-৮(১)২০ ও ১১(৮)২০, জিআর নং-৮/২০ ও ১২৩/২০, জয়দেবপুর থানার মামলা নং-৩৯(৭)১৪, তেজগাঁও থানার মামলা নং-৬৪(৩)২০০০, ভৈরব থানার মামলা নং-২৪,তাং-১৮(৮)২১, জিআর নং-৪৮৬(২)২১ এর একাধিক মামলা রয়েছে। মামলার পর থেকে সে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিল।

মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরএস

Link copied!