Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙামাটি লংগদু যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ০৬:০৮ পিএম


রাঙামাটি লংগদু যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও সমাবেশের মধ্য দিয়ে রাঙামাটি লংগদু উপজেলা মাইনিমুখ ইউনিয়নে উপজেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১২টায় রাঙামাটি লংগদু উপজেলা মাইনিমুখ ইউনিয়নে উপজেলা যুবদলের উদ্যোগে দীর্ঘ ১৫বছর পর এই প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আবু নাছের।

এসময় রাঙামাটির লংগদু উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জানে আলম এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদ্দাৎ মো. সায়েম, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। 

এ আগে লংগদু উপজেলা মাইনিমুখ বাজার চত্বরে আয়োজিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা উপজেলার নেতাকর্মীদের পদভারে ভরপুর হয়ে উঠে সমাবেশ স্থল। বের করা হয় আনন্দ র‍্যালি। জাতীয় সঙ্গীত ও দলীয় সংগীতের মধ্যদিয়ে সূচনা করা হয় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। পরে পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।

আরএস

Link copied!