Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে চাঁদার দাবিতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ০৮:১৭ পিএম


বাকেরগঞ্জে চাঁদার দাবিতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

বরিশালের বাকেরগঞ্জে চাঁদার দাবিতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯ টায় বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহবধূ সীমা আক্তার বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগসূত্রে জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের রুনসী গ্রামের সীমা আক্তারের স্বামী আবু বকর সিদ্দিকের নিকট একই গ্রামের হুমায়ুন কবির রথি ও কুদ্দুস আকন বেশ কয়েকদিন যাবত তার নিকট ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জানিয়ে তিনি উক্ত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানান। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সীমা আক্তারের স্বামী আবু বকর সিদ্দিক বাড়িতে না থাকায় সকাল ৯টার সময় হুমায়ুন কবীর রথি, কুদ্দুস আকন, বেল্লাল আকন, জাকির আকন, মোশারফ আকন, সোবাহান আকন ও মানিক আকনসহ অজ্ঞাত নামক ৪-৫ জন দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার বসতবাড়িতে গিয়ে পুনরায় ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। গৃহবধূ সীমা তার স্বামীর নিকট দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়ি কিল ঘুসি মেরে তাহার শরীরের বিভিন্ন স্থানে নীলা ও ফুলা জখম করে। হামলাকারীরা তাহার কাপড়চোপড় টানাহেঁচড়া করিয়া তাহার শ্লীলতাহানি করে। এ সময় তারা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

গৃহবধূ সিমা আক্তার সাংবাদিকদের জানান, চাঁদার দাবিতে তাহার বসতবাড়িতে হামলার ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।

আরএস

Link copied!