Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লোহাগড়ায় জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তাও সুধীজনদের মতবিনিময়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ০৮:৪০ পিএম


লোহাগড়ায় জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তাও সুধীজনদের মতবিনিময়

নড়াইলের লোহাগড়া উপজেলার কর্মরত সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  শারমিন আক্তার জাহান।

মঙ্গলবার (২৯অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতে কাজী হাদিউজ্জামান, সাংবাদিক মারুফ সামদানি, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম হায়াতুজ্জামান,  সাংবাদিক কাজী ইমরান প্রমুখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান,এসময় এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিক শিমুল হাসান,সরদার  রইচ উদ্দিন টিপু, রেজাউল করিম, সেলিম জাহাঙ্গীর,এবং সমস্যা সমাধানের জন্য জোর সুপারিশ করেন জেলা প্রশাসকের নিকট। জেলা প্রশাসক সমস্যা সমাধান করবেন বলে সকলকে আসস্ত করেন। 

আরিএস

Link copied!