Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙ্গাবালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ০৮:৫৮ পিএম


রাঙ্গাবালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর অর্থায়নে “বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক শক প্রতিক্রিয়াশীল সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় (Project on Shock responsive social protection Programme in South Western Bangladesh) সভার আয়োজন করেছে উন্নয়ন সংস্থা সুশীলন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে পূর্বপ্রস্তুতি, করণীয়, ও দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজ এবং নানান প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করা হয়। এসব বিষয়ে বিশ্ব খাদ্য সংস্থা (WFP) এর চলমান প্রকল্প সমূহ সম্পর্কে উপস্থিত সদস্যদের অবহিত করা হয়। এছাড়াও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্য পরিচালনায় প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদা তালিকা প্রস্তুত করা হয়।

চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সুশীলনের উপজেলা কো-অর্ডিনেটর শাহ আলমের সঞ্চালনায় সভায় অংশ নেন বিট কর্মকর্তা নূরুল হক, ইউপি সদস্য রুনু খান, মিজু গাজী, মোর্শেদা বেগম, ওয়ার্ড বিএনপি সভাপতি ফজলুর রহমান, সিপিপি সভাপতি মনির হোসেন প্রমূখ। 

এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

আরএস
 

Link copied!