Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪,

১৭ দিনে বরিশালে ৫১৭ জেলের কারাদণ্ড

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ৩০, ২০২৪, ০২:৩০ পিএম


১৭ দিনে বরিশালে ৫১৭ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ১৭ দিনে ৫১৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি ২৪ লাখ এক হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ৪০৭টি অভিযান চালানো হয়েছে এবং ৭২৭টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৮১৭টি মামলা করা হয়েছে।

এ সময় বরিশাল বিভাগে ৪৫৫ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, তিন হাজার ২৪৪ বার বিভিন্ন মাছঘাট, ছয় হাজার ৮৭ বার বিভিন্ন আড়ত ও তিন হাজার ৬৯০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

এছাড়া ১৭ দিনের অভিযানে ১৫ হাজার ৮২৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৬ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ১০০ টাকা মূল্যের ৮৮ লাখ ৬৫ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে তিন লাখ ৪৭ হাজার ২০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

প্রসঙ্গত, বরিশাল বিভাগের ছয় জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯ হাজার ৯৯৫ মেট্রিক টনের বেশি চাল বিতরণ করা হবে।

ইএইচ

Link copied!