Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পূবাইলে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

অক্টোবর ৩০, ২০২৪, ০৩:২৫ পিএম


পূবাইলে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসা: কহিনুর বেগম (৪০)নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আমার সংবাদকে এ তথ্য জানান পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম।

গ্রেপ্তার কহিনুর বেগম গাজীপুর মহানগরীর ৪১নং ওয়ার্ড নৈপাড়া মুচিরটেক এলাকার মো. আলী আকবরের মেয়ে এবং সুরুজ মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পূবাইল থানাধীন নৈপাড়া মুচিরটেক এলাকায় এসআই রফিকুল ইসলাম ও এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে ৫০পিস  ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রয়ের নগদ ১৯,৯০০/-টাকা,০১টি Redmi note 8 মডেলের ফোনসহ গ্রেপ্তার করা হয়।

ওই নারীর বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিআরইউ

Link copied!