Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ময়মনসিংহে মৃত খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু হচ্ছে

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৩:২৬ পিএম


ময়মনসিংহে মৃত খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু হচ্ছে

ময়মনসিংহ জেলার প্রাচীন আকুয়া খালের ক্লিনআপ কার্যক্রম শুরুর বিষয়ে প্রস্তুতি সভা করা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

আকুয়া খাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। খালটি আজ মৃত রূপ নিয়েছে। উৎপত্তিস্থল থেকে বয়ে ময়মনসিংহ সদরের বেগুনবাড়ি এলাকায় এসে খালটি বেগুনবাড়ি খাল নামে পরিচিতি লাভ করে। পরে ময়মনসিংহ আকুয়া এলাকায় এসে আকুয়া খাল নাম ধারণ করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ৮.২ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি ময়মনসিংহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে বয়ে গেছে। যা বর্তমানে মৃত প্রায়, তবে এর যথাযথ পরিচর্যা ও সবার চেষ্টার মাধ্যমে আমরা আবার খালটি পুনরোজ্জীবিত করতে পারি।

এ সময় তিনি আরও বলেন, খালটি ক্লিন-আপ কার্যক্রম এমন একটি কাজ যার মাধ্যমে ময়মনসিংহের মানুষ এবং ময়মনসিংহের পরিবেশের জন্য সুফল বয়ে আনবে। তাই তিনি এই কার্যক্রম সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।

সভায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী প্রমুখ।

ইএইচ

Link copied!