Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যশোরের চৌগাছায় একজনকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৩:৩৭ পিএম


যশোরের চৌগাছায় একজনকে কুপিয়ে হত্যা

যশোরের চৌগাছার জগন্নাথপুরে আনিসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।এর আগে সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার হন তারই বড় ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন আশা।

চৌগাছা থানার পুলিশ আনিছুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাই আশিকুর রহমান জানিয়েছেন, রাতে জগন্নাথপুর এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন আনিসুর রহমান। এ সময় লেন্টু, হাদী, ওহিদুল, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। নিহত আনিসুরের বড়ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আশাকে ২০০২ সালে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছে।

এবিষয়ে চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান বলেন, গতকাল রাত ৮টার দিকে আনিসুর রহমানের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। আজ ভোর ৪টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রতিপক্ষের হাতে তিনি গুরুতর আহত হন। নিহত আনিসুর রহমান ও তার ভাই সাবেক চেয়ারম্যান আশা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।

ইএইচ

Link copied!