Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

হাটহাজারীতে তিন ব্যবসায়ীকে জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৩:৪২ পিএম


হাটহাজারীতে তিন ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শনে ব্যর্থ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জরিমানা করার পাশাপাশি দোকানে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার পর্যবেক্ষণ করে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি মামলায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দোকানে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।

অভিযানে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।

ইএইচ

Link copied!