Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৩:৫২ পিএম


কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের পক্ষ থেকে ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের নিকলি উপজেলার প্রত্যন্ত গ্রাম ডুবিতে ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডা. মো. সালাহউদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইফতেখার উদ্দিন শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এছাড়াও কর্মসূচিতে ক্লাবের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. জুলিয়াস, সেবা পরিচালক এপেক্সিয়ান মুফতি আব্দুল্লাহ সাদেক, সেক্রেটারি এপেক্সিয়ান আহসান জামিল খান রাকিব ও ফ্লোর মেম্বার এপেক্সিয়ান ডা. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

নতুন স্কুল ব্যাগ পেয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!