Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪,

গোয়াইনঘাটে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

অক্টোবর ৩০, ২০২৪, ০৩:৫৯ পিএম


গোয়াইনঘাটে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় কৃষিকে সমৃদ্ধি করতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গঠিত ২৫টি কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনিক ভবনের সামনে ২৫টি কৃষক গ্রুপের মাঝে এসব এলএলপি পাম্প সেট বিতরণ করা হয়।

কৃষি যন্ত্রপাতি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

এ সময় উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়সহ ২৫টি কৃষক গ্রুপের সভাপতি, সম্পাদকবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ওয়ার্ড ভিত্তিক ১টি করে মোট ১০৮টি ফ্রিপ প্রজেক্ট রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ২৫টি এলএলপি পাম্প সেট

ওই গ্রুপগুলোর সভাপতি, সম্পাদক ও ক্যাশিয়ারের উপস্থিতিতে ৩০০টাকার নন জুডিশিয়াল স্টাম্পে চুক্তি পত্রের মাধ্যমে বিতরণ সম্পন্ন হয়।

একই সাথে ১৫টি গার্ডেন টিলার অন্যান্য গ্রুপের মধ্যে বিতরণ করা হবে।

বিআরইউ

Link copied!